ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীর ৬৯২ মুক্তিযোদ্ধাকে সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
পটুয়াখালীর ৬৯২ মুক্তিযোদ্ধাকে সম্মাননা

পটুয়াখালী: মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পটুয়াখালী জেলার ৬৯২জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিয়েছে জেলা পরিষদ।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় ওই মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

জেলা পরিষদ চেয়ারম্যান মো. খলিলুর রহমান মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন মো. কামাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।