ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিশুদের সহায়তা দিয়েছে দক্ষিণ কোরিয়া  

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
শিশুদের সহায়তা দিয়েছে দক্ষিণ কোরিয়া  

ঢাকা: ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাস বাংলাদেশে কোরিয়ান কমিউনিটি অ্যাসোসিয়েশনের সঙ্গে ঢাকার সরকারি শিশু পরিবারের শিশুদের জন্য কম্বল, ফেসিয়াল মাস্ক এবং মিষ্টি উপহার দিয়েছে। বৃহস্পতিবার ( ২৩ ডিসেম্বর ) কোরিয়া দূতাবাস এ তথ্য জানায়।

ঢাকায় নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-গুন এবং কোরিয়ান কমিউনিটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইউ ইয়ং-ওহ ইনস্টিটিউট পরিদর্শন এবং উপহার তুলে দেন।  

এটি ছিল বাংলাদেশের স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে সংহতি ও বন্ধুত্ব ভাগ করার জন্য কোরিয়ান সম্প্রদায় এবং দূতাবাসের প্রচেষ্টার একটি অংশ।  

সরকারি শিশু পরিবারে ঢাকায় কোরিয়ান সম্প্রদায়ের এটি ছিল দ্বিতীয় সফর। ২০২০ সালের ডিসেম্বরে রাষ্ট্রদূত লি, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি কোইকা এবং বাংলাদেশে কোরিয়ান কমিউনিটি অ্যাসোসিয়েশনের সঙ্গে প্রতিষ্ঠানটিকে কোভিড-১৯ প্রতিরোধমূলক সামগ্রী সরবরাহ করেন।  

অনুষ্ঠান চলাকালে রাষ্ট্রদূত লি বিশেষ করে মহামারি চলাকালীন শিশু এবং শিক্ষকদের সুখ ও সুস্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেন। পরিদর্শনকালে, ইনস্টিটিউটের মেয়েরা বাংলা গান, নাচ এবং কবিতা পাঠের পাশাপাশি কে-পপ পরিবেশন করে।  

কোরিয়ান সম্প্রদায়ের সহযোগিতায় দূতাবাস স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হয়ে ভাবিষ্যতেও নানা কর্মসূচির পরিকল্পনা করেছে, যা কোরিয়া প্রজাতন্ত্র এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক গভীর করতে সাহায্য করবে।  

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২১
টিআর/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।