ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুরুতর আহত ২ জনকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
গুরুতর আহত ২ জনকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায়

বরিশাল: ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান ১০ এ অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর আহত দুই রোগীকে র‌্যাবের হেলিকপ্টারে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৮ এর সিপিএসসির কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

তিনি জানান, ডিজি মহোদয়ের সঙ্গে আসা দু’টি হেলিকপ্টারের মধ্যে একটিতে দু’জন রোগীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তারা বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার প্রসান্ত কুমার দে বলেন, নিহতদের মধ্যে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। এদের প্রায় সবাই বরগুনার জেলার অধিবাসী।  

তারা হলেন- বেতাগী উজেলার কাদিরাবাদ গ্রামের রিয়াজ (৩০), বরগুনার পরিরখালের রাজিয়া সুলতানা (৩৩), তার মেয়ে নুসরাত (৯), বরগুনার করইতলা গ্রামের রাজ্জাক (৩২), হোসনেয়ারা (৩২)।

এই পাঁচজনের মরদেহসহ ৩৬ জনের মরদেহ বরগুনা জেলা প্রশাসনকে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জোহর আলী।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।