ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিহত ও আহতের পরিবারকে অর্থ সহায়তা দেবেন বরগুনা ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
নিহত ও আহতের পরিবারকে অর্থ সহায়তা দেবেন বরগুনা ডিসি

বরগুনা: নিহতের পরিবারকে ২৫ হাজার ও আহতদের সর্বোচ্চ ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বরগুনার জেলা প্রশাসন।  

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে সদর হাসপাতাল মর্গে উপস্থিত হয়ে জেলা প্রশাসক হাবিবুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।

 

শুক্রবার দিনগত রাত সোয়া ১১টার দিকে ঝালকাঠি পৌরসভার ট্রাকে করে মরদেহগুলো বরগুনা সদর হাসপাতালে এসে পৌঁছায়।

এ ব্যাপারে বরগুনার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বাংলানিউজকে বলেন, যেগুলো অক্ষত আছে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। যে লাশগুলো শনাক্ত করা যাবে না সেগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনিবার দুপুর ১২টায় জানাজা শেষে সদরের পোটকাখালী এলাকায় দাফন করা হবে।

জেলা প্রশাসক হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, যেহেতু লঞ্চটির যাত্রীদের অনেকেই বরগুনার। তাই জেলা প্রশাসন থেকে ঘটনাস্থলে টিম পাঠিয়ে মরদেহ নিয়ে আসা হয়েছে। অগ্নিকাণ্ডে নিহত ৩২টি মরদেহ শনাক্তকরণের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৮ থেকে ১০টা পর্যন্ত লাশ শনাক্তের সুযোগ দেওয়া হয়েছে। সকাল ১১টায় সার্কিট হাউজ মাঠে জানাজা সম্পন্ন শেষে পোটকাখালিতে দাফন করা হবে।

কন্ট্রোল রুমের মোবাইল নম্বর: ০১৭১৬৭০০২৭০ 
ফোন নম্বর: ০২৪৭৮৮৮৬২৪৮
ই-মেইল নম্বর: dcbarguna@mopa.gov.bd

তিনি আরও বলেন, এ ঘটনায় যারা মারা গেছেন তাদের পরিবারকে আমরা ২৫ হাজার এবং যারা আহত আছেন তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

বরগুনা সদর হাসপাতালে মরদেহ পরিদর্শন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. জাহাঙ্গির মল্লিক, পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ