ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে বর্ণিল বড়দিনের উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
সিলেটে রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে বর্ণিল বড়দিনের উৎসব ...

সিলেট: ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সিলেটে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হলো। বড়দিনের উৎসবে সামিল হয়েছেন রাজনৈতিক নেতারাও।

  

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরের নয়া সড়ক প্রেসবিটারিয়ান চার্চে আনুষ্ঠানিকভাবে কেক কেটে বড়দিন উদযাপন করেন রাজনৈতিক নেতারা।

এছাড়াও বড়শালা প্রেসবিটারিয়ান চার্চ, বালুচরের ক্যাথলিক চার্চ, খাদিমনগর ক্যাথলিক চার্চ, ইমানুয়েল ব্যাপটিস্ট চার্চ, লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চ, বড়শালা ক্যাথলিক চার্চ, খাদিম প্রেসবিটারিয়ান চার্চ, পীরেরবাজারস্থ এজি চার্চ, কালাগুল চা-বাগানে ক্যাথলিক চার্চে বড়দিন উদযাপন করা হচ্ছে।

নগরের নয়াসড়ক প্রেসবিটারিয়ান চার্চের অনুষ্ঠানে সামিল হন আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এরমধ্যে উল্লেখযোগ্য সিলেট সিটি করপোরেশনের মেয়র বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু।

অনুষ্ঠানে অংশ নেন সিলেটে দায়িত্বরত ভারতের সহকারী হাইকমিশন নি-রাজকুমার জ-সওয়াল, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বায়ন বঙ্কিম হালদার ছাড়াও চার্চের কার্যনির্বাহী কমিটির সভাপতি ঢিকন নিঝুম সাতমা, রেভা. ফিলিপ বিশ্বাস প্রমুখ।

এদিকে, বড়দিন উপলক্ষে সিলেটের বিভিন্ন চার্চকে সুসজ্জিত করা হয়েছে। এরপর সকাল ১০টায় প্রেসবিটারিয়ান চার্চে প্রার্থনার মধ্য দিয়ে  বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।