ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উত্তরাঞ্চলে ইয়াবার বড় চালান নিয়ে ধরা ইমরান 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
উত্তরাঞ্চলে ইয়াবার বড় চালান নিয়ে ধরা ইমরান  ইমরান হোসেন

ঢাকা: নীলফামারী সদর থানার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯১ হাজার ৮৫ পিস ইয়াবাসহ ইমরান হোসেন (৪২) নামের একজন মাদক কারবারীকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

এটিইউ জানায়, সাম্প্রতিক সময়ে দেশের উত্তরাঞ্চল থেকে জব্দ করা ইয়াবার এটি অন্যতম বড় চালান।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে বড় বাজার ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি টয়োটা জিপ গাড়ি থেকে ইয়াবার চালানটি জব্দ করা হয়।

গ্রেফতার ইমরান হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এটিইউর সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদা পারভীন বলেন, ইমরান গত ২১ ডিসেম্বর কক্সবাজারের সাবরাং এলাকার জুবায়ের জুয়েল নামের একজনের কাছ থেকে ইয়াবা আনতে যান। জোবায়ের জুয়েল টেকনাফের চিহ্নিত মাদক সম্রাট। নারায়ণগঞ্জ-ঢাকা হয়ে নীলফামারী জেলাসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তার ইয়াবা পাচারের নেটওয়ার্ক রয়েছে।

বগুড়ার ফুলবাড়ি এলাকার বিপুল ও নীলফামারী সদর এলাকার সুজন (৩৫) ও সহযোগীরা বগুড়াসহ দেশের উত্তরাঞ্চলে ইয়াবা পাচারের সঙ্গে যুক্ত। তাদের নির্দেশে ইমরান হোসেন ইয়াবার চালান কক্সবাজার থেকে এনে তাদের সরবরাহ করত।

এবারের চালানটি নিয়ে শুক্রবার কক্সবাজার থেকে রওনা দেন ইমরান। জুবায়ের জুয়েল অভিনব কায়দায় গাড়ির গ্যাস সিলিন্ডারের ভিতরে ইয়াবা প্যাকেট করে দেয়।

এভাবে এর আগেও বেশ কয়েকটি ইয়াবার চালান টেকনাফ-চট্টগ্রাম-গাজীপুর-সিরাজগঞ্জ হয়ে বগুড়া ও নীলফামারীতে সুজন ও বিপুলের কাছে পৌঁছে দিয়েছেন ইমরান। এটিইউ’র গোয়েন্দা নজরদারিতে টেকনাফ থেকে উত্তরাঞ্চলে মাদক পাচারকারী এই চক্রটির চালান ধরা পরে।

এএসপি ওয়াহিদা পারভীন বলেন, কক্সবাজার টেকনাফের জুবায়ের জুয়েল, বগুড়ার বিপুল ও নীলফামারীর সুজন প্রত্যেকেই চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি। গ্রেফতার ইমরান ও তার সহযোগীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নীলফামারী সদর থানায় একটি মামলা (নম্বর ১৭) দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
পিএম/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।