ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছোট ছেলেকে বাঁচাতে পারলেও বড়জনকে পেলেন মর্গে

জাহিদুল ইসলাম মেহেদী, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
ছোট ছেলেকে বাঁচাতে পারলেও বড়জনকে পেলেন মর্গে নিহত স্বপ্নীল হাওলাদার

বরগুনা: অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে চোখের সামনেই সন্তানকে আগুনে পুড়তে দেখেছেন সহায় মা লক্ষ্মী রানী। দুই সন্তানের জননী লক্ষ্মী রানী সেই ঘটনার বিবরণ দিয়েছেন বাংলানিউজকে।

জানান, তার দুই ছেলে। বড় ছেলে স্বপ্নীল হাওলাদার (১৪) ও ছোট ছেলে প্রত্যয়। বাড়ি বরগুনার বামনা উপজেলার লক্ষ্মীপুরা গ্রামে। অভিযান-১০ লঞ্চ ট্রাজেডিতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে বড় ছেলে স্বপ্নীল হাওলাদার। স্বামী সঞ্জীব হাওলাদার পরিবার নিয়ে ঢাকায় থাকেন। স্বপ্নীল ঢাকার একটি বেসরকারি স্কুলে পড়তো।

দুই ছেলেকে নিয়ে বামনায় একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে অভিযান ১০ লঞ্চে আসছিলেন লক্ষ্মী রানী। অগ্নিকাণ্ডের সময় দগ্ধ হয়ে নদীতে ঝাঁপ দিয়েও বাঁচতে পারেনি স্বপ্নীল।

লক্ষ্মী রানী জানান, বড় ছেলে প্রস্রাব করতে বাথরুমে যাওয়ার সময় ছোট ছেলে প্রত্যয়ও পেছন পেছন কিছু দূরে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে ছোট ছেলে তার কাছে চলে আসে। আগুন সারা লঞ্চে ছড়িয়ে পড়ার আগ পর্যন্ত তিনি বড় ছেলের জন্য লঞ্চে অপেক্ষা করছিলেন। আগুনের লেলিহান শিখা বেড়ে গেলে তিনি ছোট ছেলেকে নিয়ে নদীতে ঝাঁপ দেন।

তিনি জানান, তীরে উঠে অনেক খোঁজাখুঁজি করেও স্বপ্নীলকে পাননি। পরে ঝালকাঠি হাসপাতালের মর্গে স্বপ্নীলের মরদেহ শনাক্ত করেন। শুক্রবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে নিয়ে আসা হয় স্বপ্নিলের মরদেহ। পরে রাত ১২টার দিকে বাড়ির শ্মশানে দাহ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।