ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গ্রিল ভেঙে ডাকাতি, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
গ্রিল ভেঙে ডাকাতি, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বসতবাড়ির গ্রিল ভেঙে ডাকাতি ও গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।  

শনিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২ দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের পূর্ব চিপাবারইখালী গ্রামের হারুন হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নির্যাতিতা গৃহবধূকে বেলা আড়াইটার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তাকে বাগেরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে হারুণ হাওলাদার বাংলানিউজকে বলেন, রাত ২টার পরে জানালার গ্রিল ভেঙে ৮-১০ জন লোক ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে হারুণ ও তার স্ত্রীকে (৪০) মারধর করে আলাদা কক্ষে বেঁধে রাখে। পরে কয়েকজনে মিলে তার স্ত্রীকে গণধর্ষণ করে এবং ঘরে থাকা নগদ ১ লাখ ৯৬ হাজার টাকা ও ৯ ভরি ওজনের স্বর্ণালংকার হাতিয়ে নেয়।

এ বিষয়ে থানার (ওসি, তদন্ত) তুহিন মণ্ডল বলেন, ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনাস্থলে পুলিশ কর্মতৎপরতা শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।