রংপুর: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ায় মানুষের অনেক গালি শুনেছি।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, সারাবিশ্বে চিনি ও ভোজ্য তেলের দাম বেড়েছে, এটা বৈশ্বিক সমস্যা। তারপরও আমরা চেষ্টা করছি দাম কমিয়ে আনার। তবুও গালি শুনতে হয়েছে।
এ সময় মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা সুবিধা পাওয়ার জন্য যুদ্ধ করেননি। তারা বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন। অনেকে জীবন দিয়েছেন। সে কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের অনুভব করেন। তাদের জীবনমান উন্নয়নে সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা বান্ধব। তিনি বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ করে দিয়েছেন। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন। এসব ইম্পিলিম্যান্ট করতে সময় লাগছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দীর্ঘ ৫০ বছরে দেশ অনেক এগিয়ে গেছে, মানুষের রোজগার বেড়েছে। এখন বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বিশ্বব্যাংক আমাদের ঋন নিতে বলছে।
বানিজ্যমন্ত্রী বলেন, কৃষকরা পণ্য আবাদ করে তার ন্যায্যমূল্য না পেয়ে যদি চাষাবাদ বন্ধ করে দেয়, তাহলে আমাদের কী অবস্থা হবে তা ভাবতে হবে।
জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী। পরে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে হাড়িভাঙা খেলাসহ বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন- সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু। বিশেষ অতিথি ছিলেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।
অনুষ্ঠানে রংপুর মহানগরসহ আট উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
জেডএ