ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় বাইকারের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় বাইকারের মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় আলিম ইসলাম (২০) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোজাফ্ফর হোসেন (১৮) নামে আরও একজন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় সদরের সাতমেরা ইউনিয়নের সাড়ে নয় মাইল এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিম দেবীগঞ্জ উপজেলার গরাগমা এলাকার সামসুল হকের ছেলে। পেশায় তিনি একজন ট্রাক্টরচালক।  

আহত মোজাফ্ফর হোসেন পঞ্চগড় সদরের সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি ট্রাক্টরচালক আলিমের সহযোগী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ শেষ করে আলিম ও মোজাফ্ফর মোটরসাইকেলে করে বিরাজোত এলাকা থেকে দশমাইল বাজারে চা খাওয়ার জন্য বের হন। পরে সাড়ে নয় মাইল এলাকায় গেলে তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে গুরুতর আহত হন তারা। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক আলিমকে মৃত ঘোষণা করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় মোজাফ্ফরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান বাংলানিউজকে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক আগেই পালিয়ে গেছেন।  

বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।