ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ফেনী: ফেনীতে ট্রেনে কাটা পড়ে শারমিন আক্তার সুমাইয়া (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

শনিবার (০২ জানুয়ারি) দুপুরে শহরতলীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফেনী জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, চট্রগ্রাম থেকে চাদঁপুরগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিং পার হচ্ছিল।

এসময় শারমিন আক্তার দ্রুত লাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হয়। একপর্যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শারমিন আক্তার সুমাইয়া জেলার ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া এলাকার নাজমুল হোসেনের স্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২২
এসএইচডি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।