ঢাকা, সোমবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৮ জুলাই ২০২৪, ০০ মহররম ১৪৪৬

জাতীয়

কৃষি জমি ভরাট, ২ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
কৃষি জমি ভরাট, ২ লাখ টাকা জরিমানা

ঢাকা: রাজধানীর ফকিরখালিতে অবৈধভাবে কৃষি জমি ভরাটের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ২ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ডিএসসিসির ৭৫ নম্বর ওয়ার্ডের ফকিরখালি এলাকায় কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানে আদালত অবৈধভাবে বালি দিয়ে জমি ভরাট কাজে নিয়োজিত দুরন্ত এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সুমন আহমেদকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেন।

এছাড়াও ভরাট কাজে ব্যবহৃত প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের ২০টি পাইপ বিনষ্ট করা হয় এবং আলামত হিসেবে ৪০ ফুট দৈর্ঘ্যের পাইপ জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত আগাামী ৩ দিনের মধ্যে ভরাট কাজে ব্যবহৃত অন্যান্য সব পাইপ সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এ অভিযান চলমান থাকবে বলে জানান।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
আরকেআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।