ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ইটনায় বজ্রপাতে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুলাই ৮, ২০২৪
ইটনায় বজ্রপাতে জেলের মৃত্যু ছবি: প্রতীকী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইয়াছিন মিয়া (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।  

সোমবার (৮ জুলাই) উপজেলার ধনপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে।

ইয়াছিন ইটনা সদর ইউনিয়নের বড়হাটি গ্রামের মো. করম আলীর ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ধনপুর হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে যান ইয়াছিন। এ সময় আকাশে মেঘ জমে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় হাওর। এক পর্যায়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। পরে অন্য জেলে ও স্থানীয়রা দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।  

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী জানান, মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।