ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

জাতীয়

টিকা নিয়ে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
টিকা নিয়ে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় বৃদ্ধার মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় টিকা নিয়ে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় প্রিয়া বালা (৭৭) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  

সোমবার (২৮ মার্চ) সকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমেদপুর কমিউনিটি ক্লিনিকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রিয়া বালা উপজেলার উমেদপুর গ্রামের মৃত নারায়ণ দেবনাথের স্ত্রী।
 
জানা যায়, সকালে টিকা নিয়ে কমিউনিটি ক্লিনিকের সামনের সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন প্রিয়া। এসময় পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান প্রিয়া বালাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা প্রিয়াকে পিরোজপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এদিকে টিকা নিতে আসা স্থানীয়রা অভিযোগ করেন, উমেদপুর কমিউনিটি ক্লিনিক টিকাদান কেন্দ্রে কোনো বিশ্রামের জায়গা নেই। তাই টিকা নেওয়ার পর অনেকেই অসুস্থ হয়ে পড়লেও বাড়িতে চলে যেতে হচ্ছে। টিকা নিয়ে  বাড়ি ফেরার সময় প্রিয়া বালা অসুস্থ হয়ে রাস্তার ওপরে পড়ে যান। এসময় গাড়িটি তাকে চাপা দেয়।

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নুরুল আমিন জানান, টিকা নিতে আসা মানুষের ভিড় থাকায় সবাইকে বসতে দেওয়া যায়নি। প্রিয়া বালা ক্লিনিকের সামনে দুর্ঘটনার শিকার হয়েছেন।  

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, সড়ক দুর্ঘটনায় প্রিয়া বালার মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।