ঢাকা, মঙ্গলবার, ১৫ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

জাতীয়

হলের পুকুরে ডুবে ঢাবি ছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মে ২৯, ২০২২
হলের পুকুরে ডুবে ঢাবি ছাত্রের মৃত্যু পলাশ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জহুরুল হক হলের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে পলাশ (২২) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।

মৃত পলাশ ঢাবির নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।



রোববার (২৯ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে দুপুর ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

মৃত পলাশের সহপাঠী তানজীর নুর দেওয়ান বাংলানিউজকে জানান, তারা শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ৩০১৪ নম্বর রুমে থাকেন। দুপুরে আরেক বন্ধুর সঙ্গে পলাশ হলের পুকুরে গোসল করতে নামে। গোসল করার সময় তারা দুইজনই সাঁতরে এপার থেকে ওপার যায়। আবার এপার ফেরার সময় পানিতে ডুবে যায় পলাশ। পরে খবর পেয়ে হলের অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করেন। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় পলাশকে।

শাহবাগ থানার উপ-পরিদশর্ক (এসআই) আরাফাত ইবনে শফিউল্লাহ জানান, ৯৯৯ নম্বরের মাধ্যমে আমরা খবর পাই হলের পুকুরে এক ছাত্র ডুবে গেছেন। তবে, আমরা ঘটনাস্থলের দিকে রওনা দেওয়ার পরপরই শুনতে পাই তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন বাংলানিউজকে জানান, ঢাবির শিক্ষার্থীরা পলাশকে হাসপাতালে নিয়ে এসেছেন। পরে দুপুর ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মে ২৯, ২০২২/আপডেট: ১৪৫২ ঘণ্টা
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।