ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত ধান মজুদ করায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুন ৬, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত ধান মজুদ করায় জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত ধান মজুদের দায়ে এক মিল মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা খাদ্য অধিদপ্তর।

সোমবার (৬ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলা সদরের আতাহার এলাকায় মেসার্স সাদিয়া ট্রেডার্সে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

সেই সঙ্গে আগামী সাতদিনের মধ্যে অতিরিক্ত ধান বিক্রির নির্দেশ দেওয়া হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদুর হাসান বলেন, চাহিদার তুলনায় অতিরিক্ত ৪০০ মেট্রিকটন ধান মজুদের দায়ে নজরুল ইসলামের মালিকানাধীন মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক শাহেদ আলীকে দুই লাখ টাকা জরিমানা এবং আগামী সাতদিনের মধ্যে মজুদকৃত অতিরিক্ত ৪০০ মেট্রিকটন ধান ন্যায্যমূল্যে বাজারে বিক্রির নির্দেশ দেওয়া হয়।  

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন, এস এম আশিস মোমতাজ ও মিঠুন মিত্র।  

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুন ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।