ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বজ্রপাতে টাওয়ার-গ্যাস লাইনে আগুন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, জুন ৮, ২০২২
ময়মনসিংহে বজ্রপাতে টাওয়ার-গ্যাস লাইনে আগুন 

ময়মনসিংহ: পাঁচ মিনিটের ব‍্যবধানে ময়মনসিংহ নগরীতে পৃথক পৃথক বজ্রপাতে দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির আগেই খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা।

কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

মঙ্গলবার (৭ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে বজ্রপাতে নগরীর ছায়াবাণী হলের বিপরীতে ১৪ তলা স্বপ্ননীড় টাওয়ারে প্রথম অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এ ঘটনার মাত্র পাঁচ মিনিট পরই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসলির মোড় আজিজ মণ্ডলের ৫ তলা ভবেনের পেছনে গ্যাস লাইনে বজ্রপাতে দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বৃষ্টি ঝরা আকাশে একের পর এক বজ্রধ্বনিতে ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়।  

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আতিকুর রহমান এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

এ সময় তিনি বাংলানিউজকে জানান, বজ্রপাতে স্বপ্ননীড় টাওয়ারের গ‍্যাস লাইনে লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে এসির ফ‍্যানে আগুন লেগে ছড়িয়ে পড়ে প্রায় ২৫ থেকে ৩০টি রাইজার পুড়ে গেছে।  

তিনি আরও জানান, এ ঘটনার মাত্র পাঁচ মিনিটের ব‍্যবধানে জব্বারের মোড়ে একইভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

তবে খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস কর্মীদের পৃথক পৃথক টিম ঘটনাস্থলে গিয়ে মাত্র ২০ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। এতে কেউ হতাহত হয়নি।  

বাংলাদেশ সময়: ০৩১১ঘণ্টা, জুন ০৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ