ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুর ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
মেহেরপুর ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ৮

মেহেরপুর: মেহেরপুর সদর ও মুজিবনগর থানা পুলিশের ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে আদালতের পরোয়ানাভূক্ত আসামিসহ বিভিন্ন মামলায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) সকাল থেকে মঙ্গলবার (২৬ জুলাই) ভোররাত পর্যন্ত দুইটি উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক ইউনিট অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এদের মধ্যে মেহেরপুর সদর থানা পুলিশ নিয়মিত মামলায় তিন জন, আদালতের পরোয়ানাভূক্ত জিআর মামলায় এক ও সিআর মামলায় দুই জন আসামি এবং মুজিবনগর থানা পুলিশ নিয়মিত মামলায় দুই জন আসামিকে গ্রেফতার করেছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন আহম্মেদ ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এসব অভিযানে নেতৃত্ব দেন।

গ্রেফতারদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে মেহেরপুর সদর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এফআইআরভূক্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ