ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
কটিয়াদীতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু

কিশোরগঞ্জ:  কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় কবীর মিয়া (৪২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।  

ঘটনার আটদিন পর শুক্রবার (২৯ জুলাই) দিনগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এ নিয়ে সংঘর্ষের ঘটনায় হুমায়ুন কবির (৩৫) ও কবীর মিয়া (৪২) নামে দুইজনের মৃত্যু হলো।

নিহত কবীর মিয়া (৪২) জেলার কটিয়াদী উপজেলার রায়খলা গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই কটিয়াদী উপজেলার ধুলদিয়া বাজার এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে রায়খলা ও সতরদ্রোন গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় টেঁটার আঘাতে হুমায়ুন কবির নামে একজনের মৃত্যু হয়।  

এছাড়াও কবীর মিয়াসহ বেশ কয়েকজন আহত হন। আহত কবীর মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার উন্নতি হলে তিনি বাড়ি ফিরে যান। বৃহস্পতিবার (২৮ জুলাই) আবার তার অবস্থার অবনতি হলে তাকে (কবীর মিয়া) হাসপাতালে নেওয়া হয়। এরপর শুক্রবার (২৯ জুলাই) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়। পরে শুক্রবার (২৯ জুলাই) দিনগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার (কবীর মিয়া) মৃত্যু হয়। শনিবার (৩০ জুন) সকালে কবীর মিয়ার মরদেহ কটিয়াদী মডেল থানায় নিয়ে আসেন স্বজনরা।

এ প্রসঙ্গে কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, কবীর মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ