ঢাকা, শুক্রবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৬ জুলাই ২০২৪, ১৯ মহররম ১৪৪৬

জাতীয়

সহকারী পরিদর্শক পদে ২৬ জনকে নিয়োগ দিয়েছে দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০২২
সহকারী পরিদর্শক পদে ২৬ জনকে নিয়োগ দিয়েছে দুদক

ঢাকা:  সহকারী পরিদর্শক পদে ২৬ জনকে নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  বৃহস্পতিবার (৪ আগস্ট) দুদক  দুদক সূত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, দুদকের রাজস্ব খাতভুক্ত শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ১২৫০০-৩০২৩০ টাকা বেতনক্রমে (গ্রেড নং-১১) দুর্নীতি দমন কমিশনের ‘সহকারী পরিদর্শক’ পদে ২৬ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে।   আগামী ১৬ আগস্টের মধ্যে নতুন  নিয়োগকৃতদের  দুদক সচিব বরাবর যোগদানপত্র দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।  

বিধি অনুযায়ী, নিয়োগপ্রাপ্তরা নিয়োগের তারিখ থেকে দুই বছরের জন্য তারা শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২২ 
এসএমএকে/ইআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।