ঢাকা, বৃহস্পতিবার, ২১ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে চিহ্নিত সন্ত্রাসীর ছুরিকাঘাতে শিক্ষার্থী খুন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
গৌরীপুরে চিহ্নিত সন্ত্রাসীর ছুরিকাঘাতে শিক্ষার্থী খুন 

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাত করে জহিরুল ইসলাম মিটু (২৪) নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।  

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গৌরীপুর পৌরসভার পাট বাজার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মিটু স্থানীয় সোমা ফার্মেসির মালিক মোখলেছুর রহমানের ছেলে। তিনি গৌরীপুর সরকারি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।  

তুচ্ছা ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে স্থানীয় সন্ত্রাসী রনি ওরফে ডেভিড রনি  তাকে ছুরিকাঘাতে হত্যা করেন বলে জানিয়েছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী।  

ওসি আরও জানান, রনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে থানায় হত্যা মামলাসহ বেশ কিছু মামলা রয়েছে।  

এদিকে এ হত্যার প্রতিবাদে তাৎক্ষণিক স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।   

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ