ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারতীয় ট্রাকের চাপায় বাংলাদেশি নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
ভারতীয় ট্রাকের চাপায় বাংলাদেশি নারীর মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় ট্রাকের চাপায় তহুরা বেগম (৫৫) নামে বাংলাদেশি এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুড়িমারী স্থলবন্দরে ইয়ার্ডে পণ্যবাহী ট্রাক খালাস করার সময় এ দুর্ঘটনা ঘটে।

তহুরা উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মত বুড়িমারী স্থলবন্দরের ইয়ার্ডে পড়ে থাকা গম ও ভুট্টা কুড়াচ্ছিলেন তাহুরা। এ সময় ইয়ার্ডে আসা পণ্যবোঝাই ভারতীয় ট্রাক (ডাব্লিউ বি, জএইচ ০২, এজ-৮৫৭৯) পেছন থেকে তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাহুরাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ভারতীয় ট্রাকটি বন্দর কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে।  

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।