ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে খালের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
সৈয়দপুরে খালের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলায় খালের পানিতে ডুবে সাজিদ হোসেন (৩) ও তুহিন ইসলাম (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের দলবাড়ীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজিদ সবজি বিক্রেতা সাদ্দাম হোসেনের ছেলে এবং তুহিন কৃষক আবুল হোসেনের ছেলে। তারা দুইজন চাচাতো ভাই ছিল।

এলাকাবাসী জানান, সাজিদ ও তুহিন বাড়ির পেছনে খোলা জায়গায় খেলা করছিল। এক পর্যায়ে পরিবারের সবার অজান্তে তারা বাড়ির পাশে খালের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ওই খালের পানিতে তাদের ভাসতে দেখেন। পরে স্থানীয়রা মিলে তাদের মরদেহ উদ্ধার করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।