ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত কিশোর, গুলিবিদ্ধ ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২২
রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত কিশোর, গুলিবিদ্ধ ১

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে এবার স্থানীয় এক কিশোরকে অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ ঘটনায় পালানোর সময় মোহাম্মদ শরীফ (৩০) নামে এক পানচাষিকে গুলি করেছে তারা।

 

শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ।  

তিনি জানান, এর আগে বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।  

রোহিঙ্গা সন্ত্রাসীরা ওই এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে আবদুর রহমান আবছারকে (১৬) অপহরণ করে নিয়ে যায়। গুলিবিদ্ধ মোহাম্মদ শরীফ ওই এলাকার সোনা আলীর ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

টেকনাফ বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে ওই এলাকার পাহাড়ের কিনারায় পানের বরজে কাজ করতে যান অপহৃত কিশোর আবদুর রহমান আবছার ও গুলিবিদ্ধ মোহাম্মদ শরীফ। এসময় পাহাড় থেকে একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী পানের বরজে হামলা করে আবছারকে ধরে ফেলে। মোহাম্মদ শরীফ ভয়ে দৌড় দিলে তাকে পেছন থেকে গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিষয়টি তাৎক্ষণিক টেকনাফ থানা পুলিশকে জানানো হয়।  

টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।  

প্রসঙ্গত, এর আগে ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর পৃথক ঘটনায় ৫ স্থানীয় বাংলাদেশিকে অপহরণের সময় ৩জন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে এলেও দুজনকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে অপহৃত ২ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পান।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২২
এসবি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।