ঢাকা, শনিবার, ২৩ ভাদ্র ১৪৩১, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘মেড ইন বাংলাদেশ সপ্তাহ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
‘মেড ইন বাংলাদেশ সপ্তাহ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা: সারা বিশ্বের কাছে দেশের পোশাক শিল্পের সক্ষমতা তুলে ধরতে ‘মেড ইন বাংলাদেশ সপ্তাহ ২০২২’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৩ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।

‘কেয়ার ফর ফ্যাশন’ থিম নিয়ে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানটি আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। ‘মেইড ইন বাংলাদেশ’ এর ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বিশ্ব বাজারে বাংলাদেশি পোশাকের রপ্তানি বাড়ানো এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

জমকালো উদ্বোধনের পর কার্নিভাল হলে ‘এক্সপেরিয়েন্স দি ট্রান্সফর্মেশন অব দি আরএমজি টুয়ার্ডস সাসটেইনেবিলিটি অ্যান্ড ইনোভেশন’ শিরোনামের একটি ডিসপ্লে জোনও খোলা হয়েছে, যা সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।

পোশাক রপ্তানিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ চারজন তৈরি পোশাক প্রস্তুতকারককে বিশেষ সম্মাননাও দেন প্রধানমন্ত্রী।

পুরস্কার প্রাপ্তরা হলেন- এপিক গ্রুপের নির্বাহী চেয়ারম্যান রঞ্জন মাহতানি, পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার, স্নোটেক্সের ব্যবস্থাপনা পরিচালক এসএম খালেদ ও ফর্টিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশনের (আইএএইফ) সভাপতি সেম অলটান ও বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান কোচি।

স্বাগত বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দুটি কফি টেবিল বইয়ের মোড়কও উন্মোচন করেন, যার ওপর বিজিএমইএ চলতি বছরের শুরু থেকে কাজ করছে।

এছাড়া অনুষ্ঠানে দেশের পোশাক খাতের অগ্রগতি ও নারীর ক্ষমতায়ন বিষয়ক দুটি ভিডিও চিত্র প্রদর্শিত হয়।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।