ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

টিএসসিতে নারী লাঞ্ছনার প্রতিবাদে নিউইর্য়কে মানববন্ধন

আশরাফুল এইচ চৌধুরী, নিউইর্য়ক থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মে ১, ২০১৫
টিএসসিতে নারী লাঞ্ছনার প্রতিবাদে নিউইর্য়কে মানববন্ধন

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারী লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে নিউইর্য়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৯ এপ্রিল নিউইর্য়কের জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় এ কর্মসূচি পালিত হয়।



সিটি ইউনিভাসিটি অব নিউইর্য়কের লাগুডিয়া কমিউনিটি কলেজের ‘বাংলাদেশি ছাত্রসমাজে’র উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সিটি ইউনিভাসিটি অব নিউইর্য়কের অধিভুক্ত বিভিন্ন কলেজের বাংলাদেশি শিক্ষার্থীরা মাথায় কালো কাপড় বেঁধে মানববন্ধনে অংশ নেন। হাতে ছিল নারীর প্রতি সহিংসতা বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড।

মানববন্ধনে আয়েশা তাহমিনা অধরা, মালিহা শাহেদ, আয়েশা খাতুন, শশী আহমেদ, আশরাফুল হাবিব মিহির, মো. মাসুম হোসাইন, কার্তিক চৌধুরী, মিল্টন হোসাইন, আজাদ তালুকদার, শাহ ফয়সাল ও তুহিন আলী প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, অবিলম্বে এ ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

একই সঙ্গে ওইদিন আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার কারণে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নেওয়ার দাবি জানান তারা।

কর্মসূচিতে অন্যদের মধ্যে সাফি, রওশন, সূচী খান, সায়েম, শাকিল, মিজান, শওকত, আহসান, আরিফুল, রাকিব, মেহরাজ, নাজিম, শাকিব, গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে নারী প্রতি সহিংসতা বন্ধে গণস্বাক্ষর অভিযানে অংশ নেন বাংলাদেশি কমিউনিটির শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ০১, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ