ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিজয়নগরে সরব ছিল ১২ দলীয় জোট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
বিজয়নগরে সরব ছিল ১২ দলীয় জোট

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে যখন বিএনপির গণমিছিল চলছিল তখন পুরানা পল্টন মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কে সরব উপস্থিতি ছিল ১২ দলীয় জোটের।  

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিএনপি ঘোষিত গণমিছিলের পাশাপাশি যুগপৎভাবে গণমিছিলের ঘোষণা দেয় সদ্য বিলুপ্ত ২০ দলীয় জোটের ১২টি দল।

পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল থেকে জোট নেতা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম বীর প্রতীক, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, এনডিপির চেয়ারম্যান আবু তাহেরের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল করেন। এ সময় তারা সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়াসহ সব বন্দিদের মুক্তির দাবিতে স্লোগান দেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।