ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সরকার ক্ষমতা ছাড়বে না, টেনেহিঁচড়ে নামাতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
‘সরকার ক্ষমতা ছাড়বে না, টেনেহিঁচড়ে নামাতে হবে’

খাগড়াছড়ি:  বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভূইয়া বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশকে গভীর সংকটে নিপতিত করেছে। এ সংকট থেকে উত্তরণের জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নে বিকল্প নেই।

বর্তমান সরকার অনেক অপকর্ম করে ক্ষমতা ধরে রেখেছে। এই সরকার সহজে ক্ষমতা ছাড়বে না। তাকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে হবে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি শহরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়িতে ১০ দফা দাবি ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে বিশ্লেষণমূলক এ আলোচনা সভা হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা,আবু ইউসুফ চৌধুরী,যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, মোশাররফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা।

সভায় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
এডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।