ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

বিভাগীয় সদরে গণঅবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন যারা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
বিভাগীয় সদরে গণঅবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেবেন যারা

ঢাকা: বিএনপি ঘোষিত গণঅবস্থান কর্মসূচি বুধবার (১১ জানুয়ারি)। এদিন বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দেশের ১০টি সাংগঠনিক বিভাগে একযোগে এই কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘোষিত কর্মসূচিতে ১০টি সাংগঠনিক বিভাগে কেন্দ্রীয় নেতারা নেতৃত্ব দেবেন।

ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস।

সিলেটে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, রাজশাহীতে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ময়মনসিংহে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রংপুরে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, কুমিল্লায় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, খুলনায় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও ফরিদপুরে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান নেতৃত্বে থাকবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোপূর্বে গঠনকৃত সমন্বয় টিমের দলনেতা, সমন্বয়কারী, সমন্বয় সহযোগীসহ বিভাগের অন্তর্গত জেলাসমূহের অধিবাসী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, যুগ্ম মহাসচিব, সম্পাদক, সদস্য, জেলা, উপজেলা ও মহানগর সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ স্ব-স্ব বিভাগীয় সদরের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ সময়: ১৬০০ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এমএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।