বরিশাল: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বরিশালে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বরিশাল নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে দোয়ার আয়োজন করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
এতে বরিশাল মহানগর বিএনপির সাবেক নেতারা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাতের আগে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে। আগে নির্বাচন দিয়ে পরে সংস্কার করতে হবে। নির্বাচন নিয়ে বিভিন্নভাবে চক্রান্ত হচ্ছে। এসব চক্রান্তের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষ ভোট দিতে পারেনি কিন্তু এখন মানুষ ভোট দিতে আগ্রহী হয়ে আছে। আমরা চাই সুষ্ঠু ভোটের মাধ্যমে সুন্দর একটি নির্বাচন। বিএনপির মধ্যে যারা বিরোধ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
এ সময় তিনি বিএনপিতে যারা চাঁদাবাজিসহ বিভিন্ন অন্যায় করছে তাদের ছাড় দেওয়া হবে না বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার সংগ্রাম আমাদের মনে রাখেতে হবে। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে খুব দ্রুত ফিরে আসেন সেজন্য সবাই দোয়া করবেন।
রাষ্ট্র সংস্কারে ৩১ দফার বিষয়ে তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে ৩১ দফা ঘোষণা দিয়েছে। এটা সময় উপযোগী। এখানে সবকিছুর কথাই বলা হয়েছে।
এ সময় তিনি দলের মধ্যে বিভেদ না করে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুর হক তারিন, সৈয়দ আকবর সহ মহানগর বিএনপির নেতারা।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এমএস/জেএইচ