ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে ২ গ্রুপের ধাক্কাধাক্কি-মারামারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে ২ গ্রুপের ধাক্কাধাক্কি-মারামারি

বরিশাল: বরিশালে ১০ দফা দাবিতে বিএনপির গণ-অবস্থান কর্মসূচিতে দুই গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটেছে।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরের সদররোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করে বিএনপি।

সেখানে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য চলাকালীন এই ধাক্কাধাক্কি-মারামারির ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, কর্মসূচিতে বসা ও স্লোগানকে কেন্দ্র করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীদের মাঝে এ ঘটনা ঘটে।

তবে মারামারি ঘটনা অস্বীকার করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।

এ বিষয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, কোন নেতাকর্মী এমন ঘটনা ঘটালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।  

একই বক্তব্য দিয়েছেন জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়া‌রি ১১, ২০২৩
এমএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।