ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) ডেপুটি জেলার মো. সেলিম।
এদিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমান জানান, হাজী সেলিম কেবিন ব্লকের ৬১২ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জামিনে মুক্ত হবেন বলে আমরা জানতে পেরেছি।
এর আগে বিদায়ী বছরের ৬ ডিসেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ হাজী সেলিমের জামিনের আদেশ দেন। একইসঙ্গে ১০ বছর দণ্ডের বিরুদ্ধে তাকে আপিলের অনুমতি দেন আপিল বিভাগ।
>>আরও পড়ুন: জামিন পেলেন হাজী সেলিম
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এজেডএস/এসএ