ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লক্ষাধিক তরুণের সমাবেশ হবে বাগেরহাট যুবলীগের সম্মেলনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
লক্ষাধিক তরুণের সমাবেশ হবে বাগেরহাট যুবলীগের সম্মেলনে

বাগেরহাট: বাগেরহাট জেলা যুবলীগের সম্মেলনে লক্ষাধিক যুবকের সমাবেশ হবে। এটি হবে যুবলীগের আদর্শ সম্মেলন।

এ সম্মেলনের মাধ্যমে যুবলীগের নেতাকর্মীরা আরও বেশি উজ্জীবিত হবেন। সারাদেশে এ সম্মেলনকে আদর্শ হিসেবে বিবেচনা করা হবে।  

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন- আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজসহ অনেকে।  
সভায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, মৃণাল কান্তি জোতদার, বাগেরহাট জেলা যুবলীগ নেতা মীর জায়েসী আশরাফি জেমস, লিটন সরকার, শাহনেওয়াজ মোল্লা দোলন, হুমায়ুন কবির পলিনসহ বিভন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে বক্তারা বলেন, ১৬ বছর পরে বাগেরহাটে যুবলীগের সম্মেলন হচ্ছে। এ সম্মেলনকে স্মরণীয় করতে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। সম্মেলনটি হবে দুই ধাপে। ২৫ জানুয়ারি দুপুরে প্রথম ধাপে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে সমাবেশ হবে। এ সমাবেশে লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত হবেন। দ্বিতীয় ধাপে বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে কমিটির নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। দ্বিতীয় ধাপের সম্মেলনে সম্ভাব্য প্রার্থী ও ২৭৪ জন কাউন্সিলর উপস্থিত থাকবেন। এদিন বাগেরহাট জেলা যুবলীগের শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক মাসের মধ্যে কমিটির অন্যান্যদের নির্বাচিত করবেন। বাগেরহাটে ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি হবে।
বাগেরহাটের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। সম্মেলন উদ্বোধন করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।  

বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুন নাহার, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার তৌফিকুর রহমান সুজন, ড. আশিকুর রহমান শান্ত, অ্যাডভোকেট শেখ নবীরুজ্জামান বাবু, রাজু আহমেদ ভিপি মিরানসহ অনেকে। এছাড়া সম্মেলনে বাগেরহাট জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
 
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।