ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
বরিশালে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

বরিশাল: নগরে যুবলীগের সাবেক নেতা শাহরিয়ার সাচিব রাজিবকে (৪৭) নির্মমভাবে কুপিয়েছে দুর্বৃত্তরা।  

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে নগরে গোরোস্তান রোড কাছেমাবাদ খানকার সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত শাহরিয়ার সাচিব রাজিব গোরোস্তান রোড কাছেমাবাদ খানকা সংলগ্ন এলাকার বাসিন্দা।

তিনি ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। সর্বশেষ কারান্তরীণ সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম অনুসারী হয়ে আওয়ামী লীগের রাজনীতিতেও সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী।

আহত রাজীবের বোন শাহীনা আজমিন সাংবাদিকদের জানিয়েছেন, স্থানীয় টেইলার্স বাচ্চুর সঙ্গে তার ভাইয়ের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে বাসায় ফেরার পথে বাচ্চুসহ অজ্ঞাত আরও একজন তার ভাইকে নির্মমভাবে কুপিয়েছে৷ তার অবস্থা আশংকাজনক। তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রাজিবকে ধাওয়া করে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। দুজনকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।   রাজিবে দুই পা হাত ও বুক কুপিয়ে জখম করেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
এমএস/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।