ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

জাতীয় সঙ্গীতের মাধ্যমে বাগেরহাটে যুবলীগের সম্মেলন শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
জাতীয় সঙ্গীতের মাধ্যমে বাগেরহাটে যুবলীগের সম্মেলন শুরু

বাগেরহাট: জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বাগেরহাটে যুবলীগের সম্মেলন শুরু হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টায় শহরের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এ সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

এসময়, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, বাগেরহাট-২ আসনের এমপি শেখ তন্ময়, বাগেরহাট-৩ আসনের বেগম হাবিবুন নাহার, বাগেরহাট-৪ আসনের অ্যাড. আমিরুল আলম মিলন, মুজিবুর রহমান চৌধুরি নিক্সন এমপি, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক অ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিষ্টার তৌফিকুর রহমান সুজন, ড. আশিকুর রহমান শান্ত, অ্যাড. শেখ নবীরুজ্জামান বাবু, রাজু আহমেদ ভিপি মিরান, বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, জেলা যুবলীগ নেতা মীর জায়েসী আশরাফি জেমস, লিটন সরকার, শাহনেওয়াজ মোল্লা দোলন, হুমায়ুন কবির পলিনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অতিথিরা প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন ও পায়রা ওড়ানো হয়।

এর আগে দুপুর ১২টা থেকে জেলার বিভিন্ন এালাকা থেকে যুবলীগের নেতাকর্মীরা স্টেডিয়ামে আসতে থাকেন। দুপুর একটার মধ্যেই সম্মেলন প্যান্ডেল জনসমুদ্রে পরিণত হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।