ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা মুনির হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা মুনির হোসেন মো. মুনিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

ঢাকা: প্রায় দুই মাস কারাভোগের পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন।

রোববার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে আসেন তিনি।

পরে মোবাইলে এই প্রতিবেদককে বিষয়টি নিজেই নিশ্চিত করেন।  

কারা ফটকে মো. মুনিরকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওইদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। সেদিন মুনির হোসেনকেও আটক করে কারাগারে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।