ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইলে বিএনপির লিফলেট বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
টাঙ্গাইলে বিএনপির লিফলেট বিতরণ

টাঙ্গাইল: আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি, বিদ্যুৎ এবং নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে লিফলেট বিতরণ করা হয়।  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসনুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে লিফলেট বিতরণের কমর্যক্রম শুরু হয়।

পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরউদ্যানে এসে লিফলেট বিতরণের কমর্যক্রম শেষ হয়।

আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে এ লিফলেট বিতরণ কর্মসূচি করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি, শহর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।