ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

নিত্যপণ্যের বাজারে আগুন লেগেছে: ড. রেদোয়ান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
নিত্যপণ্যের বাজারে আগুন লেগেছে: ড. রেদোয়ান

ঢাকা: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদ বলেছেন, নিত্যপণ্যের বাজারে আগুন লেগেছে। সবকিছু নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

সরকারি দলের লুটপাটের জন্য নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেশের মানুষকে শাস্তি দেওয়ার কোনো অধিকার এ নিশিরাতের সরকারের নেই।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর পূর্বপান্থপথ এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে এলডিপির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

ড. রেদোয়ান আহমেদ বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এদেশে কোনো সুষ্ঠু ভোট হয়নি। সরকারি দলের কর্মীদের চাপে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারছেন না নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তারা। এলডিপি শুরু থেকেই বলে আসছে এ সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই আমরা আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না।

তিনি বলেন, বিএনপিসহ বিরোধীদল যখনই কোনো সমাবেশের ডাক দিয়েছে, তখনই সরকার সমাবেশকে বানচাল করতে কৌশলে সড়ক পথে গণ পরিবহন এবং নদী পথে ট্রলার ও নৌকা চলাচল বন্ধ করে দিয়েছে। হামলা করে নেতাকর্মীদের আহত করেছে, মামলা দিয়ে ঘরবাড়ি ছাড়া করেছে, গ্রেফতার করে নির্যাতন করেছে। বিনা দোষে জেল খাটিয়েছে। অন্যদিকে সরকারি দলের সমাবেশ সফল করার লক্ষে স্পেশাল ট্রেন, বাস ও লঞ্চ সার্ভিস চালু করেছে।  

ড. রেদোয়ান আহমেদ আরও বলেন, আজকের সমাবেশ থেকে আমি বলছি আর কোনো দাবি নেই, দাবি একটাই এই সরকারের পদত্যাগ। এ জালিম সরকারের পদত্যাগ ছাড়া এ দেশে কখনই শান্তি আসবে না।  

বিক্ষোভ মিছিলে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নূরুল আলম,  ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, এড. এসএম মোরশেদ, অধ্যক্ষ স্যাকলায়েন, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা মোছা. কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. আবুল হাসেম, প্রচার সম্পাদক অ্যাড. নিলু, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক কবির উদ্দিন, ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক অধ্যক্ষ আ. সামাদ, ঢাকা মহানগর পশ্চিম এলডিপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন মানিক, উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, ঢাকা মহানগর পূর্বের সভাপতি মোঃ সোলায়মান , গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. নূরে আলম,  গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মাহবুব,  গণতান্ত্রিক সাংস্কৃতিক দলের সভাপতি খোকনসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করবে এলডিপি।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
এমএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।