ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

শ্যামনগরে এমপি জগলুলের উঠান বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
শ্যামনগরে এমপি জগলুলের উঠান বৈঠক

সাতক্ষীরা: সরকারের সফলতা তুলে ধরতে সাতক্ষীরার শ্যামনগরে উঠান বৈঠক করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জগলুল হায়দার।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের যাদবপুর গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংসদ সদস্য জগলুল হায়দার সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং স্থানীয়দের সুখ-দুঃখ, চাওয়া পাওয়ার কথা শোনেন।

বৈঠকে কৈখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম আকবর কবীর, কৈখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ায়ম্যান শাহানূর আলম, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক জি এম আব্দুল জলিল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েস, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুবলীগ নেতা ফেরদৌস হোসেন, সাবেক ইউপি সদস্য হাসিম সরদার, ইউপি সদস্য রাবেয়া বেগম, স্বেচ্ছাসেবক মো. সোলায়মান হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।