ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে ১১ মার্চ দেশব্যাপী যুবলীগের শান্তি সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে ১১ মার্চ দেশব্যাপী যুবলীগের শান্তি সমাবেশ

ঢাকা: সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে ১১ মার্চ (শনিবার) দেশব্যাপী শান্তি সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

বৃহস্পতিবার (৯ মার্চ) যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে যুবলীগ জানায়, পঞ্চগড়ে বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী যুবলীগের এ শান্তি সমাবেশ।

শনিবার দেশের প্রতিটি জেলা ও মহানগরে (ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা, শেরপুর, কিশোরগঞ্জ জেলা ও ময়মনসিংহ মহানগর ব্যতীত) এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর পরদিন রোববার ( ১২ মার্চ) দেশের প্রতিটি উপজেলা, থানা ও পৌরসভায় শান্তি সমাবেশ করবে যুবলীগ।

বাংলাদেশ সময়: ২২৪৫, মার্চ ৯, ২০২৩
এনবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।