ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি!

বরগুনা: বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ থেকে মো. মাহবুবুল ইসলাম মাহবুবকে অব্যাহতি দিয়েছে বরগুনা জেলা ছাত্রলীগ।

জানা গেছে, দলের সাংগঠনিক নির্দেশনা অমান্য করায় আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাহাবুব ইসলাম মাহবুবকে তার পদ থেকে অ্যবাহতি দিয়ে সিনিয়র সহ-সভাপতি মতিন খানকে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

একই সঙ্গে ভারপ্রাপ্ত সভাপতিকে দ্রুত এ ইউনিটের সম্মেলনের প্রস্ততি নিতে বলা হয়েছে।

আরও পড়ুন: আমতলী ছাত্রলীগ সভাপতি-সম্পাদককে শোকজ

রোববার (৯ এপ্রিল) বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

অব্যাহতি পাওয়া মো. মাহবুব ইসলাম মাহবুব বলেন, অব্যাহতির বিষয়টি শুনেছি। তবে এখনো হাতে কোনো চিঠি পাইনি।  

আমতলী উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. মতিন খান বলেন, আগের কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম মাহবুবকে অব্যাহতি দিয়ে আমাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।