ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

যশোর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫০ ঘণ্টা, মে ১৫, ২০২৩
যশোর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

যশোর: যশোর জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ মে) বিকেলে শহরের লালদীঘি পাড়স্থ জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ বিক্ষাভ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সহ-সভাপতি আমিনুর রহমান মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির খুলনা বিভাগীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত। তিনি তার বক্তব্যে বলেন, বিগত এক যুগের অধিক সময় ধরে অনেক মার খেয়েছি, অনেক নির্যাতন সহ্য করেছি। এখন আর মার খাওয়ার সময় নেই। এখন সময় প্রতিরোধের। একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য বিএনপি আন্দোলন করছে। যে বাংলাদেশে আইন আদালত স্বাভাবিকভাবে পরিচালিত হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম ও যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।  

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সহ-সভাপতি সাইদুর রহমান বিপুল, যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম রতন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সভাপতির রাজিদুর রহমান সাগর, জেলা যুবদলে দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, যুবদল নেতা তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ, মোনাজ্জেল হোসেন লিটন, মোতাহারুল ইসলাম রিয়াদ, এখলাস হোসেন, মোস্তাফিজ্জোহা সেলিম, আব্দুল মান্নান, গোলাম মোস্তফা, আতাউর রহমান, বিল্লাল হোসেন, হিরু আহমেদ ও মফিজুর রহমান বাবু।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, ১৫ মে, ২০২৩
ইউজি/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।