ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে নির্বাচনে আসতে দেবে না ছাত্র-জনতা’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
‘বিচার না হওয়া পর্যন্ত আ.লীগকে নির্বাচনে আসতে দেবে না ছাত্র-জনতা’  কথা বলছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

নীলফামারী: আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আইনগত কোনো বাধা না থাকলেও জুলাই-আগস্টের গণহত্যা ও নিপীড়নের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রজনতা ও আপামর মানুষ তাদের কোনোভাবেই নির্বাচনে আসতে দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে রংপুর সফরে এসে নগরীর সাত মাথায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ যে গণহত্যা, যে মানবতা বিরোধী অপরাধ করেছে, যে ভয়ংকর পাপ করেছে, সেই পাপ থেকে মুক্তির জন্য তারা কোনো উপায় অবলম্বন করেনি। ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিয়ে আসছে। দেশের বিভিন্ন স্থানে তারা খুনের ঘটনা ঘটাচ্ছে। এখন পর্যন্ত তাদের বিচার হয় নাই। এরই মধ্যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে এলে প্রয়োজনে ছাত্রজনতা আবারও রক্ত ঝরাতে প্রস্তুত আছে। তাদের কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সময়ের মধ্যে পুলিশ তাদের আগের অবস্থানে ফিরে না এলে প্রয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষিত তরুণদের পুলিশের অন্তর্ভুক্ত করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে।

নতুন দল গঠন বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আকাঙ্ক্ষা পূরণে এবং দেশকে মুক্ত করতে দেশের মানুষকে মুক্ত করতে আমরা জীবন দিতেও কুণ্ঠাবোধ করিনি। তখনই নতুন একটি রাজনৈতিক শক্তি বা দল গঠনের চিন্তা আমাদের মাথায় এসেছিল এবং সেটা অনুভব করেছি। দেশের মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণেই নতুন রাজনৈতিক দল গঠনে আমরা এগিয়ে যাচ্ছি। একইসঙ্গে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ করতেই রাজনৈতিক দল গঠন করবে তরুণরা।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বার্থ রক্ষা করাই হবে আমাদের নতুন রাজনৈতিক দলের শপথ। তবে এখনো সেই রাজনৈতিক দলের কোনো নাম ঠিক করা হয়নি।

তিনি আরও বলেন, দেশের সব স্তরের মানুষ চান, নতুন একটি রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটাতে। আমরা বিশ্বাস করি, সামনের দিনে যারা বাংলাদেশকে নেতৃত্ব দেবে রাষ্ট্র পরিচালনা করবে- তারা মানুষের দিশারী হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।