ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অসাম্প্রদায়িক বরিশাল গড়ে তুলব: খোকন সেরনিয়াবাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মে ২০, ২০২৩
অসাম্প্রদায়িক বরিশাল গড়ে তুলব: খোকন সেরনিয়াবাত

বরিশাল: নির্বাচনে জয় পেলে কী করবেন, জানিয়েছেন বরিশাল সিটি নির্বাচনে (বিসিসি) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। বরিশাল নগরকে অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তোলার ইচ্ছা তার।

শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের বরিশাল জেলার নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় নিজের আশার কথা জানান তিনি।

খোকন বলেন, যে অসম্প্রদা‌য়িক চেতনায় বাংলা‌দে‌শের জন্ম, আমিও সেই চেতনায় বিশ্বাসী। আমার বাবা শহীদ আব্দুর রব সের‌নিয়বাতও ছি‌লেন একই চেতনায় বিশ্বাসী। ব‌রিশা‌লে এতদিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক‌্য প‌রিষদ ছি‌ল অব‌হে‌লিত। আমি নির্বাচিত হ‌লে এই পরিষ‌দের মানুষ আর অব‌হে‌লিত থাক‌বে না।

তিনি বলেন, বরিশালে কোনো দাতা সংস্থা বা এন‌জিও কাজ কর‌তে পা‌রে‌নি। সেই প‌রি‌বেশ ও সু‌যোগ তা‌দের দেওয়া হয়‌নি। নির্বা‌চিত হ‌লে সেই প‌রি‌বেশ ফি‌রি‌য়ে আনা হ‌বে।

ব‌রিশা‌লে তেমন কোনো উন্নয়ন হয়‌নি। আগামীর ব‌রিশাল হ‌বে নতুন ব‌রিশাল। এখা‌নে কোনো বৈষম‌্য থাক‌বে না। ব‌রিশাল ছি‌ল প‌রিচ্ছন্ন শহর। এখন সেটা অ-প‌রিচ্ছন্ন। র‌য়ে‌ছে পা‌নি সং‌কট। সমস‌্যা র‌য়ে‌ছে বর্জ‌্য ব‌্যবস্থাপনায়। এই শহর‌কে সর্বস্ত‌রের মানু‌ষের সহ‌যোগিতায় সুন্দর ও বসবাস উপ‌যোগী হি‌সে‌বে গ‌ড়ে তোলা হ‌বে। আমি আমার বাবার কাছ থে‌কে রামায়‌ণের গল্প শু‌নে‌ছি। আমি সেটা ধারণও ক‌রি। আমার ভেতর কোনো অনুকম্পা নেই। আমার দ্বারা কেউ অসম্মানিত হ‌বেন না।

নগরের বগুড়া রোডে একটি কনভেশন হলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন খোকন সেরনিয়াবাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হি‌রন কুমার দাস মিঠু। অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার,  খোকন সের‌নিয়াবা‌তের স্ত্রী লুনা আব্দুল্লাহ, অ্যাডভোকেট আনিচ উদ্দিন শহিদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক‌্য প‌রিষদ ব‌রিশাল মহানগর ক‌মি‌টির সভাপ‌তি মৃনাল কা‌ন্তি সাহা, জেলা সভাপ‌তি মান‌বেন্দ্র বটব‌্যাল, মহানগর সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস, মহানগর ক‌মি‌টির সা‌বেক সভাপতি নারায়ন দে নারু, সংগঠ‌নের সা‌বেক ট্রা‌স্টি ভানু লাল দে ও খ্রিস্টান সম্প্রদা‌য়ের নেত্রী জনসন মেরী।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মে ২০, ২০২৩
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।