ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা চাঁদের নামে নেত্রকোনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, মে ২৩, ২০২৩
বিএনপি নেতা চাঁদের নামে নেত্রকোনায় মামলা

নেত্রকোনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের নামে নেত্রকোনায় মামলা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে নেত্রকোনা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত সরকার সজল।

তিনি নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য।

আবু সাঈদ চাঁদ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক।

মামলা করার সময় নেত্রকোনা বারের সিনিয়র আইনজীবীরা ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মামলার বাদী অসিত সরকার সজল বলেন, এটি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশকে পিছিয়ে নেওয়ার জন্যই আমাদের প্রাণের নেত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।  

মামলার আইনজীবী শহীদুল্লাহ বলেন, মামলার নথিটি পর্যালোচনা করে আদালত নেত্রকোনা মডেল থানাকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন।

এর আগে সোমবার (২২ মে) একই অভিযোগে একই আদালতে চাঁদের নামে মামলা দায়ের করেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ওই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।