ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে খোয়া গেল এমপির ফোন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে খোয়া গেল এমপির ফোন পুরোনো ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে গিয়ে নিজের স্মার্ট ফোন হারিয়েছেন এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না।  

একই অনুষ্ঠানে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়া মুন্সীর নগদ ২০ হাজার টাকাও হারিয়ে গেছে।

 

রোববার (৯ জুলাই) দুপুরের দিকে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলাকালে এসব ঘটনা ঘটে।  

এমপি হাবিবে মিল্লাত মুন্নার ব্যক্তিগত সহকারী ইকরামুল হক স্বপন এ তথ্য নিশ্চিত করে জানান, সমাবেশস্থলে যোগ দেওয়ার পর হাজার হাজার নেতাকর্মীর ভিড়ে এমপির স্যামসাং জেড ফোল্ড-২ মডেলের ফোনটি খোয়া গেছে।

অপরদিকে সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়া মুন্সী বলেন, সম্মেলনে অনেক লোক হয়েছে। পাঞ্জাবির পকেটে নগদ ২০ হাজার টাকা ছিল, হঠাৎ পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই।

সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী জানান, এমপির ফোন খুঁজে বের করতে মাঠে নেমেছে ডিবি পুলিশ।

১০ বছর পর রোববার সকাল সাড়ে ১১টার দিকে  সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাসিম।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপক এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না, এমপি তানভীর শাকিল জয় ও অধ্যাপক এমপি ডা. আব্দুল আজিজসহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।  

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।