ঢাকা: ছাত্রদলের বিরুদ্ধে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে নামে-বেনামে গুপ্ত সংগঠন একের পর এক মব সংস্কৃতি তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।
শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টায় ঢাবির রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন।
এর আগে ছাত্রদলের নামে বিভিন্ন অপপ্রচারের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ডাস চত্বর থেকে উপাচার্যের বাসভবন চত্বর হয়ে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল করেন ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
গণেশ বলেন, ১৯৭১ সালের এবং ২০২৪ সালের পরাজিত শক্তি ছাত্রদলের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার জন্য ২ জানুয়ারি সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে অপপ্রচারে লিপ্ত হয়েছে। ইতোমধ্যে প্রক্টর মহোদয় পরিষ্কার করেছেন, কোনোরকম হেনস্থার ঘটনা ঘটেনি।
গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের লক্ষ্য হলে ছাত্রদল তাদের সহযোগিতা করবে বলে জানান তিনি।
তিনি বলেন, তবে মাননীয় উপাচার্য, প্রক্টর, যদি দেখি মব তৈরির সাথে আপনাদের সরাসরি যুক্ত, তাহলে আমি আপনাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করছি।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ছাত্রদল একের পর এক ইতিবাচক কাজ করে শিক্ষার্থীদের মনে জায়গা করে নিয়েছে। হলগুলোতে আপনারা সহিষ্ণুতার পরিচয় দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মণিকোঠায় অবস্থান করছেন। তবে তৃপ্তির ঢেকুর তুললে চলবে না। সেই ব্যাপারে সচেতন থাকবেন।
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোনো ঘটনা ঘটলে আপনারা সময় নিয়ে সত্যতা যাচাই করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন। আপনারা সচেতন ছিলেন বলেই আজকে একটি গণমাধ্যমে আমাদের নামে প্রচারিত অপপ্রচার ট্যাকেল দিয়ে শিক্ষার্থীদের বোঝাতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, আজ আমরা ছাত্র অধিকার পরিষদ নেতার ওপর হামলার নিন্দা জানাচ্ছি। এই ঘটনা যদি কোনো গুপ্ত সংগঠনের পক্ষে যেত, তাহলে এতক্ষণে ঝটিকা মিছিল করে ঢাবির শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে বিভ্রান্ত করত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, দেশে একটি মুনাফেক, গোপন সংগঠন ছাত্রদলকে নিয়ে মিথ্যা অপপ্রচারে লিপ্ত। ছাত্রদলকে নিয়ে এভাবে অপপ্রচার চালালে, ভালো হবে না। ছাত্রদল কারও রক্তচক্ষু উপেক্ষা করতে ভয় পায় না। আগামীতে শিক্ষার্থীদের অধিকার গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ ও মানুষের ভোটের অধিকার নিশ্চিতে ছাত্রদল ভূমিকা পালন করবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূইয়া ইমন প্রমুখ।
বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, জানুয়ারি ০৫ ২০২৫
এফএইচ/এএটি