ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ. লীগের তিন সংগঠনের সমাবেশে জনস্রোত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
আ. লীগের তিন সংগঠনের সমাবেশে জনস্রোত ছবি: সংগৃহীত

ঢাকা: আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শান্তি সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরই মধ্যে এ সমাবেশে হাজার হাজার নেতাকর্মী সমবেত হয়েছেন ৷ সমাবেশে অংশ নিতে একের পর এক মিছিল বায়তুল মোকাররম এলাকায় আসছে ৷

শুক্রবার (২৮ জুলাই) দুপুর ৩টায় আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিএনপি-জামায়াতের হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ শান্তি সমাবেশ করছে।

 

এরই মধ্যে গুলিস্তান, জিরোপয়েন্ট এলাকা লোকারণ্য হয়ে পড়েছে ৷ আওয়ামী লীগের এ তিন সংগঠনের নেতাকর্মীরা ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলা, উপজেলার হাজার হাজার নেতাকর্মী ব্যানার, ফেসটুন নিয়ে শান্তি সমাবেশে সমবেত হচ্ছেন ৷ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মিছিল নিয়ে সমাবেশে আসছেন ৷ একের পর এক মিছিল নিয়ে সমাবোশ তারা যোগ দিচ্ছেন ৷ গোটা এলাকায় জনস্রোত তৈরি হয়েছে ৷ মুসলধারে বৃষ্টি ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীরা সসাবেশে আসছে ৷ সমাবেশ শুরুর আগে মঞ্চ থেকে এক ঘণ্টা গণসংগীত পরিবেশন করা হয় ৷

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারাও সমাবেশে বক্তব্য রাখবেন ৷ 

সমাবেশে সভাপতিত্ব করছেন আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সঞ্চালনা করছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এসকে/জেএইচ 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।