ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে: আজিজুল বারী হেলাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে: আজিজুল বারী হেলাল

খুলনা: সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে, ক্ষমতায় থাকার আর কোনো সম্ভাবনা নেই। বিদায় নেওয়ার আগে বিএনপিকে কালিমা লিপ্ত করার জন্য নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ডের সমস্ত দায়-দায়িত্বগুলো বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে।

ঢাকায় বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে সারাদেশে জনসমাবেশের অংশ হিসেবে খুলনায় জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

সোমবার (৩১ জুলাই) বিকেলে মহানগরীর কেডি ঘোষ রোডস্থ বিএনপির কার্যালয়ের সমানে এ জনসমাবেশ হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পির পরিচালনা সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, আবু হোসেন বাবু, স ম আব্দুর রহমান, বেগম রেহানা ঈসা, জুলফিকার আলী জুলুসহ অনেকে।

সমাবেশ থেকে ঢাকায় গ্রেফতারকৃত খুলনা বিএনপির ১২ নেতাকর্মীসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।