ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

সৈয়দপুর পৌর জাপার সভায় এমপি আহসান আদেলুরের সমালোচনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
সৈয়দপুর পৌর জাপার সভায় এমপি আহসান আদেলুরের সমালোচনা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে জাতীয় পার্টির (জাপা) পৌর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় এমপি আহসান আদেলুরের সমালোচনা করেন নেতারা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় সৈয়দপুর মুর্তজা মিলনায়তনে। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ হোসেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. সাজ্জাদ পারভেজ। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা জাপার আহ্বায়ক সিদ্দিকুল আলম।  

বক্তব্য দেন পৌর কমিটির সদস্য সচিব রাকিব খান, পৌর কমিটির যুগ্ম আহ্বায়ক শাফাওয়াত হোসেন শওকত, যুগ্ম আহ্বায়ক রওশন মাহানামা, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম, জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক মনসুর আলী, রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টির সম্পাদক গোলাম বারী, আবুল হোসেন, আফজাল, আলী হোসেন, বাহাদুরসহ অনেকে।

মতবিনিময় সভাটি প্রতিবাদ সভায় পরিণত হয়। সভায় নীলফামারী-৪ আসনের বর্তমান এমপি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ভাগ্নে আহসান আদেলুর রহমানের তীব্র সমালোচনা করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন না দিয়ে সিদ্দিকুল আলমকে দেওয়ার অনুরোধ জানানো হয়।  

বক্তারা আরও বলেন, ওই এমপি সৈয়দপুরের উন্নয়নে দৃশ্যমান কোনো্ কাজ করেননি। জনগণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।  

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।